Reported By : Masud Rana
৭ ই জানুয়ারি, শনিবার, মুর্শিদাবাদের ডোমকলের রাইপুর কারিগরপাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। ওই ঘটনায় জখম হয়েছেন চারজন। তাদের মধ্যে মহিলাও রয়েছেন। জখমদের নাম আসগর আনসারি (62), টিটন আনসারি (27), সিরিফা খাতুন (24) এবং আকবর আলি কারিগর। ওই ঘটনার পর চিকিৎসার জন্য তাদের নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। জানা যায়, আকবর আলি কারিগরের জমি দখল করছিল তারই ভাই- ভাইপোরা। তারপর সেই জমি দখল রুখতে গেলে তখনই অস্ত্র সহ লাঠিসোটা দিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে জখম হয় আরোও বেশ কয়েকজন। তাদের মধ্যে মোট চারজনকে চিকিৎসার জন্য আনা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় শনিবার অর্থাৎ আজ সকালে ডোমকল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।