Reported By : Masud Rana
৭ ই নভেম্বর, মঙ্গলবার, রানিনগরে জমি বচসায় আহত ২, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , অভিযোগ অস্বীকার তৃণমূলের।
জমি বচসায় আহত ২, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ এর রানিনগর থানার অন্তর্গত রামনগর নতুনপাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানাগেছে মঙ্গলবার সকাল সকাল জমি বিবাদে প্রতিবেশীদের সাথে বাগ বিদান্ডা পর শুরু হয় হাতাহাতি বচসা আর তাতেই আহত হয় পুরুষের পাশাপাশি এক মহিলা। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, রানিনগর গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে, তারপরেই দুষ্কৃতীদের নামে লিখিত অভিযোগ দায়ের করে আহতদের পরিবার। আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে পাঠিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। অন্যদিকে এই ঘটনায় এক যুব কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তোলেন। অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের, পাল্টা অভিযোগ পারিবারিক ঝামেলায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে কংগ্রেস।