Reported By : অভিজিৎ হাজরা
১৯ ই আগস্ট, শনিবার, জম্মদিন প্রত্যেকের কাছেই আনন্দের। সেই জম্মদিনকে স্মরণীয় রাখতে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের মাথার চুল দান করলেন গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনান থানার কাজিবেড়িয়া গ্ৰামের বাসিন্দা নন্দিনী গুড়িয়া।
এই প্রসঙ্গে নন্দিনী গুড়িয়া বলেন, " আমার অনেক দিনের ইচ্ছা ছিল নিজের ২৪ তম জন্মদিনটা স্মরণীয় রাখার জন্য অন্যরকমভাবে পালন করবো। সেই ইচ্ছামতো নিজের ২৪ তম জন্মদিনকে সামনে রেখে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের মাথার ১৮ ইঞ্চি চুল দান করলাম" ।