Reported By:- Manoj Das
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক পুলিশি ব্যবস্থা ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জগৎদলের বিধায়ক ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অর্জুন সিংয়ের বাড়ি ঘেরাওয়ের ঘোষণা করেছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সেই ঘোষণার পর থেকেই মেঘনা মোড় চত্বর জুড়ে সকাল থেকে টানটান উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে আগাম সতর্কতায় জগদ্দল থানার পুলিশ অর্জুন সিংয়ের বাড়ির অনেক আগেই ব্যারিকেড বসিয়ে দেয়। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বর্তমানে কেন্দ্রীয় Z ক্যাটাগরির নিরাপত্তা পান। সেই কারণেই পুলিশ কমিশনারের নির্দেশে তাঁর বাড়ি ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে একদিকে তৃণমূল সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগান, অন্যদিকে বিজেপি কর্মী-সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগানে গোটা এলাকা চরম উত্তেজনায় পরিণত হয়। দুই পক্ষের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মাঝখানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।
অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সে জন্য পুরো এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে।