জলঙ্গীর ঘোষপাড়ায় চাঁদি কুড়োনোর হুড়োহুড়ি

জলঙ্গীর ঘোষপাড়ায় চাঁদি কুড়োনোর হুড়োহুড়ি

Reported By:- Masud Rana

জলঙ্গীর ঘোষপাড়ায় চাঁদি কুড়োনোর হুড়োহুড়ি। একেবারে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাঁদির দানা। এইরকম ভাবে চাঁদির দানা চোখের সামনে দেখতে পেলে কেই বা কুড়োতে না চান বলুন। হঠাৎ রাস্তার মধ্যে চাঁদির দানা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই মুখে মুখে সেই খবর জানাজানি হতেই চাঁদি কুড়োনোর হুড়োহুড়ি লেগে যায়। আট থেকে আশি সকলেই কুড়োতে থাকেন। কে বেশি করে চাঁদির দানা কুড়োতে পারে সেই প্রতিযোগীতায় নামে সকলে। সেই ছবি দেখুন। পথ চলতি মানুষও চাঁদি কুড়োতে নেমে পড়েন। কেও কেও বলছেন আকাশ থেকে চাঁদি পড়েছে। জলঙ্গীর ঘোষপাড়া এলাকায় এভাবেই চাঁদির দানা কুড়োতে ব্যস্ত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই হাত ভর্তি করে চাঁদির দানা কুড়িয়ে ফেলেছেন। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোটর সাইকেল চালক,টোটো চালক,সাইকেল আরোহী কেউই বাদ গেল না। তবে সূত্র মারফত জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বর্ডার পেরিয়ে পাচার হয় চাঁদির দানা। কোন পাচারকারী সেই চাঁদির দানা নিয়ে যাওয়ার সময় কোন ভাবে সেটা রাস্তার ওপর ছড়িয়ে,ছিটিয়ে পড়ে। আর সেগুলো সাধারণ মানুষের চোখে পড়তেই চাঁদি কুড়োতে হুড়োহুড়ি লেগে যায়।

Leave a Reply

error: Content is protected !!