জলঙ্গী ব্লক সিনি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘মাসিকের স্বাস্থ্যবিধি দিবস’ পালন

জলঙ্গী ব্লক সিনি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘মাসিকের স্বাস্থ্যবিধি দিবস’ পালন

Reported By:- Masud Rana

জলঙ্গী ব্লক সিনি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২৮শে মে Menstrual Hygiene Day বা 'মাসিকের স্বাস্থ্যবিধি দিবস' পালন করা হল। মঙ্গলবার দুপুরে জলঙ্গী ব্লকের ফরিদপুর গ্রাম পঞ্চায়েত অফিসে এই কর্মসূচির আয়োজন করা হয়।‌ এদিন স্থানীয় কিশোরীদের মধ্যে মাসিকের সমস্যা নিয়ে বিশেষ আলোচনা হয়। মাসিক পিরিয়ডের সময়কালে কি কি সাবধানতা অবলম্বন করা যায়,কি কি পুষ্টিকর খাবার নেওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাসিকের সময় বাড়িতে ছেলেরাও যাতে মেয়েদের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করে সেইজন্য তাদের নিয়েও হয় আলোচনা। এবং কিশোর কিশোরীদের নিয়ে মাসিক সমস্যা নিয়ে সমাজকে সচেতন করতে নাটকের আয়োজন করা হয়। শেষে বেশকিছু কিশোরীদের হাতে প্যাড তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলঙ্গী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ ওয়াসিম রেজা, জলঙ্গী বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক,জলঙ্গী ব্লক সিনি অর্পিতা হালদার, ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাকিলা বিবি সহ অন্যান্য স্বাস্থ্যে কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

error: Content is protected !!