Reported By :- Binoy Roy ft. Masud Rana
গতকাল (06.02.2025 বৃহস্পতিবার ) রাতে জলঙ্গী থানার পুলিশ গোপন সূত্রের উপর ভিত্তি করে একটি অভিযান চালায় মুর্শিদাবাদ জলঙ্গি ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় । সেখানে সাতজন বাংলাদেশী যুবক ও ভারতীয় তিন জনকে সীমান্ত পারাপার অভিযোগে গ্রেফতার করে জলঙ্গী থানার পুলিশ ।
ভারতীয় তিন জনের মধ্যে দুইজন জলঙ্গী থানার স্থানীয় ও আর এক জন নদীয়া জেলার হুগোলবেড়িয়া থানা সংলগ্ন এলাকার ।
পুলিশ সূত্রের খবর বাংলাদেশের ঐ সাত যুবক কয়েক মাস আগে ভারতের কেরালায় রাজমিস্ত্রির কাজে আসে ও গতকাল ভারতীয় এই তিন দালালের মদতে সীমান্ত পারাপার করার সিদ্ধান্ত নেই।
কিন্তু জলঙ্গী থানার পুলিশ তাদের অভিযানে সফল হয় এবং ১০ জনকে গ্রেফতার করে আজ শুক্রবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর আদালতে তোলেন । এই ঘটনায় কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ।