Reported By : Masud Rana
১৪ ই ডিসেম্বর, বুধবারে, মুর্শিদাবাদের জলঙ্গি উত্তর ব্লকের ডাকে খয়রামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। বুধবার বিকেলে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল। আজকের এই মিছিলে নেতৃত্ব দেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাকিবুল ইসলাম রকি। এছাড়াও উপস্থিত ছিলেন জলঙ্গি উত্তর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ সরকার, খয়রামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মোস্তফা সহ অন্যান্য অঞ্চল নেতৃবৃন্দ।