৫ ই জুলাই, বুধবার, মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে ইষ্টিকুটুম সিরিয়ালের অভিনেত্রী রনিতা দাস। জলঙ্গিতে তৃণমূলের ভোট প্রচারে ইষ্টিকুটুম সিরিয়ালের নায়িকা রনিতা দাস। সিরিয়ালে বাহা নামে পরিচিত, সেই নায়কা ভোট প্রচারে জলঙ্গিতে প্রায় ১০ কিলোমিটার রোড শো করলেন।