জলঙ্গি ব্লকের দক্ষিন জোন নবনির্বাচিত সভাপতি মাসুম আলী আহামেদ এর নাম ঘোষণা হতেই তৃণমূল কর্মীরা উৎসাহিত হয়ে জলঙ্গী বিধায়ক কার্যালয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন ।
এদিনের সংবর্ধনায় উপস্থিত ছিলেন পাঁচ অঞ্চলের তৃণমূল কর্মী সহ তিন প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম ওনেতৃতরা।
এদিনের সংবর্ধনা শেষে সাংবাদিকদের বিধায়ক বলেন আমাদের ব্লকের কথা যে করুন দোষা হয়ে পড়েছিল সেই কথা দলকে জানালে দল আমাদের গুরুত্ব দিয়ে আমার দুজন নতুন সভাপতির দায়িত্ব দিয়েছেন দলের কাছে কৃতজ্ঞ আমি ।
একই ভাবে নবনির্বাচিত সভাপতি মাসুম আলী আহামেদ বলেন যে দায়িত্ব দল আমাকে দিয়েছেন সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করব এবং আমাদের সকলের মাথার উপর বিধায়ক আব্দুর রাজ্জাক কের ভালোবাসা ও আশীর্বাদ রয়েছে তিনার নির্দেশ মত আমরা চলবো ।