জলঙ্গীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

জলঙ্গীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

Reported By : News Desk ১৩ ই ডিসেম্বর, মঙ্গলবার, জলঙ্গীতে তৃণমূলের গোষ্ঠীদন্দ্ব এল প্রকাশ্যে। দুষ্কৃতি হামলার ঘটনায় গুরুতর আহত হয় এক ব্যাক্তি। সোমবার রাত ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর সাদিখারদিয়াড় হাসপাতাল মোড় এলাকায়। ওই ঘটনার পর গুরুতর আহত রাজ্জাক মন্ডলকে চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে পাঠানো হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা যায়, সাদিখারদিয়াড় হাসপাতাল মোড় এলাকার এক চায়ের দোকানে বসেছিল বুথ সভাপতি রাজ্জাক মন্ডল সহ তৃণমূল কর্মীরা। সেই সময় মোটর সাইকেলে করে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ঘটনায় জখম হন দুজন তৃণমূল নেতা। তাদের মধ্যে গুরুতর আহত হন রাজ্জাক মন্ডল। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছোয় জলঙ্গী থানার ওসি সহ পুলিশ কর্মীরা। তারপর ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর সাদিখারদিয়াড় গ্রামীণ হাসপাতালে আহতের সাথে দেখা করতে আসেন জলঙ্গী দক্ষিন চক্রের যুব তৃণমূল সভাপতি মোশারফ হোসেন। সেখান থেকে সরাসরি অভিযোগ তোলেন সাদিখারদিয়াড় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মহাবুল ইসলামের উপর। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা যায়।

Leave a Reply

error: Content is protected !!