জলঙ্গী থানার পাকুড়দিয়াড় মাদ্রাসায় দুঃস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরন করা হলো ইশা ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে

জলঙ্গী থানার পাকুড়দিয়াড় মাদ্রাসায় দুঃস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরন করা হলো ইশা ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে

REPORTED BY:- MASUD RANA

মুর্শিদাবাদের জলঙ্গী থানার পাকুড়দিয়াড় মাদ্রাসায় দুঃস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরন করা হলো ইশা ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে।
আজ বুধবার সকাল সকাল ইশা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্দোগে প্রায় ১৯০ জন দুস্থ মানুষজনকে দেওয়া হয় এই খাদ্যদ্রব্য। যারা বেনিফিসারি ছিলেন তারা খাদ্যদ্রব্য পেয়ে খুব আনন্দিত হয়েছেন। উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের অফিস সহায়ক মাওলানা মোজাফফর খান, বিশিষ্ট সমাজসেবী খন্দকার ওমর ফারুক এবং বিশিষ্ট সমাজসেবী ইসরাইল দফাদার,মুফতি সিরাজুল ইসলাম ছাড়া আরো অনেকে।

Leave a Reply

error: Content is protected !!