Skip to content
জলঙ্গী-নদীয়া সীমান্তের বাউসমারী BOP এলাকায় শুভ উদ্বোধন হল আজাদ লাইব্রেরীর

জলঙ্গী-নদীয়া সীমান্তের বাউসমারী BOP এলাকায় শুভ উদ্বোধন হল আজাদ লাইব্রেরীর

Reported By : Masud Rana
২৮ শে ফেব্রুয়ারি , মঙ্গলবার , ১৪১নং বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে জলঙ্গী- নদীয়া সীমান্তের বাউসমারী BOP এলাকায় আজাদ লাইব্রেরীর শুভ উদ্বোধন হল। আজ মঙ্গলবার দুপুরে ফিতে কেটে আজাদ লাইব্রেরীর শুভ উদ্বোধন করলেন ১৪১ নং বিএসএফ ব্যাটেলিয়নের বহরমপুর হেড কোয়ার্টার DIG R. K. Mishra । এছাড়াও উপস্থিত ছিলেন ১৪১ নং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট N.S রাউতেলা সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। সীমান্তবর্তী এলাকার ছাত্র ছাত্রীদের জন্য আজাদ লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়। এই লাইব্রেরীতে গিয়ে ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবে। ইংরেজি থেকে বাংলা,বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট সহ অন্যান্য প্রতিযোগীতা মূলক পরীক্ষা প্রস্তুতির বইয়ের সমাহার থাকছে আজাদ লাইব্রেরীতে। এছাড়াও সীমান্তরক্ষী বাহিনীতে কিভাবে নিযুক্ত হওয়া যায় সেই সংক্রান্ত বই থাকছে এই লাইব্রেরীতে। সীমান্তবর্তী গ্রামের অনেক ছাত্র ছাত্রীরা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং অনেকেই চোরাচালানের যুক্ত হয়। সেই সমস্ত ছাত্র ছাত্রীরা যাতে পড়াশোনা করে চাকরিতে নিয়োগ নিতে পারে তার জন্যও এই লাইব্রেরীর শুভ উদ্বোধন হল। সীমান্তবর্তী এলাকায় BSF ক্যাম্পে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে লাইব্রেরীর শুভ উদ্বোধন হওয়াই খুশি স্থানীয় বাসিন্দারা। এই উদ্যোগের বিএসএফকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

error: Content is protected !!