Reported By : Masud Rana
১৫ ই সেপ্টেম্বর, শুক্রবার, জলঙ্গী পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনেও বিধায়কের বাজিমাত। আজ বৃহস্পতিবার দুপুরে জলঙ্গী পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের দিন ছিল। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের সভায় যোগ দেওয়ার আগে রাকিবুল ইসলাম রকি দাবি করেছিলেন তৃণমূল এককভাবে স্থায়ী সমিতি গঠন করবে। পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের জয়ী সদস্য ছিল ১৫টা, তৃণমূল ঘনিষ্ঠ নির্দল জয়ী হয়েছিল একটাতে। তাতে তৃণমূলের এককভাবে গঠন করার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হল না। রকি পন্থিদের কোনঠাসা করতে বিধায়ক আব্দুর রাজ্জাক বিরোধীদের সঙ্গে নিয়ে স্থায়ী সমিতি গঠন করল। সভার মাঝখানে সভা ছেড়ে বেরিয়ে আসলেন বহরমপুর মু্র্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব সভাপতি রাকিবুল ইসলাম রকি। এদিন তিনি বলেন, বিধায়ক জলঙ্গীতে তৃণমূলকে শেষ করতে তার পুরোনো দল সিপিআইএমকে সঙ্গে নিয়েছেন। এখানে তৃণমূলের বোর্ড গঠনের কথা। কিন্তু বিধায়ক পূর্ব পরিকল্পনা করে এটা করছে। আমরা দলীয় ভাবে রাজ্য স্তরে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করবো।