Reported By : Masud Rana
২ রা ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, জলঙ্গী ব্লক কৃষক সভা ও ক্ষেতমজুরের ডাকে ডেপুটেশন কর্মসূচি জলঙ্গীতে। বৃহস্পতিবার বিকেলে জলঙ্গী পদ্মার বাঁক থেকে শুরু হয় মিছিল। ওই মিছিল এসে শেষ হয় জোড়তলা বিডিও অফিস সংলগ্ন এলাকায়। ঐ ঘটনায় মোতায়েত ছিল প্রচুর পুলিশ। তারপর ছয় প্রতিনিধি দলের সদস্যরা বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। আবাস যোজনার দুর্নীতি, ইলেকট্রিক বিল মুকুব সহ কয়েক দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনের পাশাপাশি সভাও হয় তাদের।