Skip to content
জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস ও রাস্তার কাজের শুভ উদ্বোধন করণদিঘীতে

জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস ও রাস্তার কাজের শুভ উদ্বোধন করণদিঘীতে

Reported By:-মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও করণদিঘীর বিধায়ক গৌতম পালের উদ্যোগে জলস্বপ্ন প্রকল্পটির শুভ শিলান্যাস এবং একটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয় সোমবার। এদিন করণদিঘী ব্লকের রসাখোয়া ১ নম্বর অঞ্চলের ভবানীপুর, রসাখোয়া ২ নম্বর অঞ্চলের ধাওতা, কাদেরগঞ্জ, বাজারগাঁও ১ নম্বর অঞ্চলের বাজারগাঁও, বাজারগাঁও নম্বর ২ অঞ্চলের শ্রীপুর, রাউতারা এলাকায় জলস্বপ্ন প্রকল্পটির শুভ শিলান্যাস করা হয়। একই রসাখোয়া ১ নম্বর অঞ্চলের PWD রোড নাজিরপুর হরিপুর মোড় ভায়া জোলামাড়ি মারিয়া রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এ প্রসঙ্গে করণদিঘীর বিধায়ক গৌতম পাল বলেন, মমতা বন্দোপাধ্যায় অনুপ্রেরণায় করণদীঘিতে উন্নয়নের জোয়ার বইছে। কেন্দ্র টাকা না পাঠালেও বাংলার কাজ থেমে থাকবেনা।

তৃণমূল কংগ্রেস এক মাত্র রাজনৈতিক দল যা মানুষের স্বার্থে কাজ করে চলেছে। এমনকি তিনি এও বলেন, বাংলার মানুষ কন্যাশ্রী থেকে লক্ষীর ভান্ডার সবই পাচ্ছেন। তাই মানুষ আমাদের শক্তি দিক আমরাও সেই শক্তিতে বলিয়ান হয়ে কাজ করবো। উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসেন আজম, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কামরুজ্জামান, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আবদুর রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, প্রধান, উপপ্রধান সহ আরও অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!