ঘূর্ণিঝড় জাওয়াদ এর আতঙ্কে জমির ফসল কেটে নিচ্ছেন মুর্শিদাবাদ জেলার চাষীরা। শনিবার জেলার অনেক জমিতে দেখা গিয়েছে চাষীদের ব্যস্ততা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী ঘূর্ণিঝড় জাওয়াদ এর কারনে ৪ঠা ডিসেম্বর শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এই আতঙ্কে চাষীরা জমিতে নেমে ধান কাটা ও ধান ঝাড়াই করে ঘরে ফসল তোলার হিড়িক পড়ে গিয়েছে। পাশাপাশি চিন্তায় পড়ে গিয়েছে সবজী চাষীরা। এখন দেখার জাওয়াদ কতটা প্রভাব ফেলবে বাংলায়।