জাতীয় শিক্ষানীতি ২০২০ বিষয়ের আলোচনা

জাতীয় শিক্ষানীতি ২০২০ বিষয়ের আলোচনা

Reported By : তুষার কান্তি খাঁ

১৪ ই জুন, বুধবার, বহরমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের হল ঘরে আলোচনা হয়ে গেল “নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০” বিষয়ে। মৌলিক সাক্ষরতা ও সংখ্যা দক্ষতা এবং জি-টোয়েন্টি সম্মেলন বিষয়ে একটি জন ভাগিদারি কর্মশালার আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বিশ্বাস, আর ডি কে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সমীরবরণ দত্ত, নবোদয় বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ আর কে ঝাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার শতাধিক শিক্ষাবিদ, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ৩০ টির ও বেশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা শিক্ষকগণ সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহযোগী ক্রীড়া তথ্য ও সংস্কৃতি শিল্পকলা, সংবাদমাধ্যম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। গান, নৃত্যানুষ্ঠান, আলোচনায় এদিনের অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।
এদিনের আলোচনায়” জাতীয় শিক্ষানীতি ২০২০” এর নানাদিক নিয়ে আলোচনায় করা হয়।

Leave a Reply

error: Content is protected !!