REPORTED BY:- Binoy Roy
শনিবার দুপুরে বহরমপুর গীর্জার মোড়ে ট্রাফিক অফিসের সামনে সাধারণ মানুষের সুবিধার জন্য বসানো হয় জাতীয় লোক আদালত। ভ্রাম্যমান ট্রাফিক লোক আদালত বেঞ্চ পরীক্ষা মূলক ভাবে প্রথম বহরমপুর শহরে। এখানে মোটর ভেহিকেল কেসের তৎক্ষনাৎ নিষ্পত্তির জন্য ব্যবস্থা করা হয়েছে। মুর্শিদাবাদ ডিষ্টিক জর্জ ইন্দ্রনীল অধিকারী জাতীয় লোক আদালতের ক্যাম্পে এসেছিলেন। তিনি জানিয়েছেন, বিশেষ করে মোটর ভেহিকেল কেসের জন্য আর মানুষকে সময় নষ্ট করে আদালতে দৌড়াদৌড়ি করতে হবে না। মোটর ভেহিকেল সংক্রান্ত যে কোন কেসের সমাধান এই লোক আদালতে নিষ্পত্তি করে দেওয়া যাবে। এতে মানুষের সমস্যা কমবে। মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতায় এই বিশেষ ক্যাম্প করানো হয়।
