Reported By : News Desk
২১ শে ডিসেম্বর, বুধবার, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা জিতারপুর মাঠ সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় হরিহরপাড়া থানার পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি জার থেকে ৯টি তাজা সকেট বোম। আর ওই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে রাখা হয়। এরপর বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হলে বুধবার সকালে বোমগুলো নিষ্ক্রিয় করা হয়। এখন প্রশ্ন উঠছে, কে বা কারা ওই বোমগুলি মজুদ করে রেখেছিল। আর তারই তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।