Reported By : Binay Roy
৪ ঠা সেপ্টেম্বর, সোমবার, বহরমপুর শহর সংলগ্ন ফরাসডাঙ্গা গঙ্গার ঘাটে দেখা গেলো এক বিশালাকার কুমির। জনবসতি সংলগ্ন ঘাটে কুমিরের দেখা মেলায় নিমেষে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে বহরমপুর থানায়, পাশাপাশি খবর দেওয়া হয়েছে জেলা বন দপ্তরেও। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। যদিও জলে সব সময় তাকে দেখতে পাওয়া সম্ভব নয়, তবে মাঝে মাঝে তার বিশালাকার মাথাটির দেখা মিলছে বর্ষার ভরা গঙ্গায়। যা দেখে অনায়াসে অনুমান করা যায়- একটি মানুষ, গরু, ছাগল অথবা কুকুরকে গিলে ফেলা তার কাছে অসম্ভব কিছু নয়। যদিও লক্ষনীয় বিষয়- গতকালই অর্থাৎ রবিবার দিনভর এই গঙ্গাবক্ষেই অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা।