Reported By Mahatab Chowdhury
গতকাল অর্থাৎ 30শে এপ্রিল বুধবার উদ্বোধন হয়ে গেল আইকনিক ফটো এক্সিবিশন 2025, এই ফটো এক্সিবিশন চলবে দুদিন ব্যাপী অর্থাৎ ৩০শে এপ্রিল ও ১লা মে | উক্ত এক্সিবিশনে শুভারম্ভ হল ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে |
আইকনিকের এটা প্রথম ফটো এক্সিবিশন যেখানে তাদের ফটো ক্যাটাগরি ছিল People & street, Wildlife, Portrait and landscape.
এক্সিবিশনে ২৫০ টির ও ওপরে ছবি জমা পড়েছিল, সেখান থেকে ছবি বাছাই করার পর ১০৭ ছবি এক্সিবিশনে প্রদর্শন করানো হয়েছে। উক্ত ছবিগুলি দেশ ও বিদেশের নানান ধরনের ফটোগ্রাফারের কাছে থেকে আগত। ছবিগুলির মূল বিষয়বস্তু আমাদের প্রাত্যহিক জীবন যাত্রার নানা ঘটনাগুলি যা সাধারন ভাবে আমাদের লোক চক্ষুর অন্তরালেই রয়ে যায় এগুলিকে চিত্রশিল্পীরা তাদের অনন্য সাধারণ দৃষ্টির দ্বারা ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও ফটোগ্রাফার অনুপম হালদার,পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ আধিকারিক পাঁচালী মুন্সী, Eminent ফটো আর্টিস্ট অতনু পাল, মধু সরকার, EFIAP, GPUCR1 ফটোগ্রাফার ত্রিনা সান্যাল, পন্ডিত মোল্লার ঘোষ, ইন্ডিয়ান আইডল খ্যাতো প্রিয়াংশু দত্ত ও আরো বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গরা | প্রদর্শণী টি চলছে কলকাতার টালিগঞ্জে এক বিশিষ্ট অডিটোরিয়াম গ্যালারি গোল্ডে |