Reported By:- Masud Rana
ডোমকল ভগীরথপুরের পর এবার জেনারেল মিটিংয়ে চাঞ্চল্যকর অভিযোগের খবর উঠে আসছে জলঙ্গির ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার সাধারণ আলোচনা সভার সময় সাদা কাগজে, স্বাক্ষর করে নিয়েছে ওই পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী। এমনটাই অভিযোগ তৃণমূল একাংশ পঞ্চায়েত সদস্যের । পাশাপাশি তিনারা আরো দাবি করেন তৃণমূল সদস্যদের রেখে বাম , কংগ্রেস সদস্যদের গুরুত্ব দিয়ে চালাচ্ছেন পঞ্চায়েত। কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না তৃণমূল সদস্যদের। এই রকম একাধিক দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন জলঙ্গি ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক এর কাছে বলে খবর। পুরো ঘটনায় কে কি বলছেন শুনবো তাদের বক্তব্য?