Reported By : Binay Roy
২ রা মে, মঙ্গলবার, জেলখানায় আসামির অস্বাভাবিক মৃত্যু, ক্ষুব্ধ পরিবার সদস্যরা। অভিযোগ- শারীরিক অত্যাচারের কারণে জেলখানায় অসুস্থ হয়ে পড়ে আবু তালেব নামে ওই ব্যক্তি। জানা গিয়েছে- গত ১১ই এপ্রিল তাকে তার বাড়ি থেকে খোরপোষের অভিযোগে গ্রেফতার করে ভগবানগোলা থানার পুলিশ। এরপর বহরমপুর কোর্টে বিচারকের নির্দেশে যথারীতি তাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। এরপর গত ২২ শে এপ্রিল তাকে বহরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানো হয় জেলখানা থেকে। সেখান থেকে রীতিমতো অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার ভোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখে পরিবার সদস্যদের অনুমান- শারীরিক অত্যাচারের কারণে ও চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে আবু তালেব নামে ওই ব্যক্তির। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ, আর তারপর আইনের দ্বারস্থ হবে মৃতের পরিবার সদস্যরা- এমনটাই স্পষ্ট ভাষায় জানানো হয়েছে সংবাদ মাধ্যমকে।