Reported By: Binoy Roy
YouTube Link:
জেলা কংগ্রেস কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হলো বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থানার ঋত্বিক সদনে জেলা কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বর্ধিত সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা। এদিনের সভা থেকে অধীর চৌধুরী বলেন, দীর্ঘদিন আমরা জেলা কংগ্রেসের বড় কোন সমাবেশ করতে পারিনি। তার কারণ কংগ্রেস দলে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছিল। এই মুহূর্তে তাদের উচিত কংগ্রেস দলের পক্ষ থেকে এই জেলায় বড় সমাবেশ করা। তাই আগামী ৩রা নভেম্বর কংগ্রেস কর্মীদের নিয়ে একটি বড় সমাবেশ করার ইচ্ছা তিনি প্রকাশ করেন। এছাড়াও এইদিনের অনুষ্ঠানে রাজনৈতিক নানান আলাপ আলোচনা হয়।