বহরমপুরে জেলা ছাত্র পরিষদ কার্যালয়ে সরস্বতী পুজোর উদ্বোধনে সশরীরে হাজির হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর কালেক্টরেট মোড় সংলগ্ন জেলা ছাত্র পরিষদ কার্যালয়ে এই পুজোর উদ্বোধন করেন তিনি। উপস্থিত ছিলেন বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব সহ ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব, দলের কর্মীরা সহ স্কুল কলেজের সাধারণ ছাত্রছাত্রীরাও। বলা বাহুল্য- যেহেতু দেবী সরস্বতীকে বিদ্যার দেবী মানা হয় তাই এই পুজোতে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যেই বেশি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি বলা যেতেই পারে।