বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই ডোমকল কান্দি লালবাগ বেলডাঙা থানা থেকে বাইক রেলির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয় যেভাবে দিনের-পর-দিন দুর্ঘটনা বেড়ে চলেছে সেই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে প্রতিটা জেলা পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ মানুষকে সচেতন করতে পালন করা হচ্ছে আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে গাড়ি চালানোর সচেতনাতা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত মুর্শিদাবাদের জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী মুর্শিদাবাদ পুলিশ সুপার কে শবরী রাজকুমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দ্বীপ সান্যাল বহরমপুর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জী অতিরিক্ত জেলা শাসক সিরাজ দানেশ্বর, এছাড়াও উপস্থিত বিধায়ক নিয়ামত শেখ সৌমিক হোসেন হাসানুজ্জামান রবিউল আলম চৌধুরী মমতাজ শাহিনা বেগম। বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীরা এই আজকের অনুষ্ঠানে যোগদান করে এবং স্কুলের ছাত্র ছাত্রীরা সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতা কথা বলে, মুর্শিদাবাদ পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইফ এর উদ্যোগে সাধারণ মানুষ যাতে দুর্ঘটনার কবলে থেকে রক্ষা পায় সেই বার্তাই দিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার। এছাড়াও সকলের সচেতনতা বার্তায় একটি সেভ ড্রাইভ এর উপর নাটক উপস্থাপন করা হয় যাতে আমরা নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকটাই কম হবে।