Reported By : News Desk
২১ শে ডিসেম্বর, বুধবার, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা এবার প্রাথমিক বিদ্যালয় জেলা পরিদর্শকের কাছে নিজেদের দাবিদাওয়া নিয়ে হাজির হন। বুধবার দুপুরে বহরমপুরে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পরে তাদের দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা পরিদর্শকের হাতে। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দাবি, মূলত কিছু আধিকারিকের গাফিলতির কারণে শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে অনীহা। যার ফলে বিভিন্ন ক্ষেত্রে দেখা দিচ্ছে নানা সমস্যা, দুরাবস্থার শিকার হতে হচ্ছে শিক্ষকদের। বিক্ষোভকারীদের বক্তব্য, জেলায় বেশকিছু আধিকারিকের কারণে ব্যাহত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টা। মূলত তারই প্রতিবাদে, সমস্যার সমাধান চেয়ে এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।