জোটের মিছিলে যাওয়ার অপরাধে বাড়ি ভাংচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করলে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী মারধোর করে,জোর করে পথ অবরোধ তোলার চেষ্টা করে। এমনকি মহিলার গায়ে হাত তোলার অভিযোগ পর্যন্ত উঠেছে। অভিযোগের তির শাসক দলের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মুর্শিদাবাদের রানীনগর থানার চোয়াপাড়া এলাকায়। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ প্রশাসন। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।