Reported By : Masud Rana
২ রা জুলাই, রবিবার, মুর্শিদাবাদের জলঙ্গি দক্ষিণ ব্লকে জোড়া ফুল বাদ দিয়ে এবার লাঙ্গল চিহ্নে ভোট দিতে বলেন তৃণমূল ব্লক সভাপতি, ভাইরাল ভিডিও।
মুর্শিদাবাদের জলঙ্গি দক্ষিণ ব্লকের সভাপতি মোহিত কুমার দেবনাথ নির্দলের হয়ে ভোট চাইছেন বাড়ি বাড়ি গিয়ে।
নির্দলের হয়ে ভোট প্রচার করা জানতে পেরেই, স্থানীয় তৃণমূল কর্মীরা ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ।