শুক্রবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে এলেন কেন্দ্রীয় খাদ্য ও গ্রাম উন্নয়ন মন্ত্রী মাননীয়া সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এদিন সকালে প্রথমত বহরমপুরের হাতি নগর এলাকায় দলীয় কর্মীদের নিয়ে হাজির হন তিনি। সেখানে মূলত ওই এলাকার নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করতে উৎসাহিত করেন মন্ত্রী। এই উপলক্ষে এদিন বহরমপুর বিধানসভার অন্তর্গত হাতি নগর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের মাঠে জমায়েত হয়ে এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করার বিষয়ে বিশেষ ভাবে উৎসাহিত করেন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি সহ জেলা বিজেপির নেতা ও কর্মীরা। প্রজাতান্ত্রিক দেশে সরকার গড়তে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ বিশেষ ভাবে প্রয়োজন। মূলত এই উদ্দেশ্য নিয়েই এই মুহুর্তে এই অভিযান শুরু করা হয়েছে সারা দেশ জুড়ে বলে জানিয়েছেন তিনি।