Skip to content
ঝড়ের তাণ্ডবে ট্রেনের কামরায় আগুন, আতঙ্কিত যাত্রীরা আহত

ঝড়ের তাণ্ডবে ট্রেনের কামরায় আগুন, আতঙ্কিত যাত্রীরা আহত

Reported By:- News Desk

বুধবার রাতে পূর্ব রেলের শিয়ালদহ শাখার শিয়ালদহ-লালগোলা রুটে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়। প্রবল ঝড়-বৃষ্টির মাঝে গাছের একটি ডাল ট্রেনের প্যান্টোগ্রাফের উপর পড়ে যায়, ফলস্বরূপ শর্ট সার্কিটের কারণে কামরায় আগুন ধরে যায়।যাত্রীরা আতঙ্কিত হয়ে কামরা থেকে নামার চেষ্টা করলে অল্পবিস্তর জখম হন। বেলডাঙার বাসিন্দা ইন্দ্রনীল বিশ্বাস, যিনি ওই ট্রেনে ছিলেন, জানান যে জানপুর এলাকায় ১০৫ নম্বর রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “রেজিনগর স্টেশন ছেড়ে বেলডাঙা স্টেশনে ঢোকার আগে আমাদের উপর এই বিপত্তি ঘটে।”দুর্ঘটনার পর নতুন একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে উদ্ধার করার চেষ্টা করলেও, লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি ওই স্থানে দাঁড়িয়ে থাকে। ফলে এই রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।এই ঘটনা যাত্রীদের নিরাপত্তার প্রশ্ন তুলেছে এবং কি করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব তা নিয়ে আলোচনা প্রয়োজন। বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, রেল কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।

Leave a Reply

error: Content is protected !!