মিমির ছবিতে কমেন্ট করে সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) লিখেছেন, সেক্সি মা কথাটি। সৌরসেনীর কমেন্ট দেখে অনুরাগীদের একাংশের প্রশ্ন, মিমি তাঁর মা কবে থেকে হলেন! তবে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মিমিকে। নেটিজেনদের একাংশ জিজ্ঞাসা করেছেন, মিমি বেশি ফিল্মে অভিনয় করছেন না কেন? মিমি আগেই জানিয়েছিলেন, বর্তমানে তিনি বাছাই করে কাজ করতেই পছন্দ করেন।