ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হকের বিলেত জয়

ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হকের বিলেত জয়

Reported By : News Desk
২৫শে সেপ্টেম্বর, সোমবার, ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হকের বিলেত জয়, মানুষের জন্য জীবন জীবনের জন্য। এই কথাটি কে তিনি সারাটা জীবন মন্ত্র গুপ্তের মতো মেনে চলে। তার সারাটা শৈশব কেটেছে পেটের জ্বালায় তিনি ডাস্টবিন থেকে তুলে খাবার। দরিদ্রতার গ্রাস তার শৈশব কে গিলে খেয়েছে। অভাবের জ্বালায় তিনি প্রাথমিকের গণ্ডি টুকুও বেরোতে পারেননি। বাবা মা দুজনই ছিলেন বিড়ি শ্রমিক। শৈশব বেড়াই তিনি তার বাবা-মার বেঁধে দেওয়া বিড়ি নিয়ে দশ কিলোমিটার রাস্তা পার করে কারখানায় যেতেন বিড়ি দিতে। জীবনের বহু অংশই কেটেছে তার অনাহারে ও অর্থাহারে। সংসারের স্বাচ্ছন্দ আনতে তিনি রাজমিস্ত্রির কাজ করেছেন। তিনি ছিলেন খুব পরিশ্রমী এবং স্বপ্ন ব্যঞ্জন। তিনি অতিরিক্ত স্বপ্ন দেখতেন তাই তার স্বপ্ন আর সফল হয়েছে।

Leave a Reply

Translate »
error: Content is protected !!