টুকটুক চালক ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে ডেপুটেশন আরটিওকে। বৃহস্পতিবার দুপুরে টুকটুক চালক ঐক্য মঞ্চের পক্ষ থেকে বেশ কিছু টুকটুক চালক টুকটুক চালানোর জন্য বিভিন্ন দাবিতে আরটিওকে ডেপুটেশন দেওয়ার জন্য এক বিক্ষোভ মিছিল করেন। বহরমপুর আর টি ও অফিসের সামনে এসে তারা অবস্থান-বিক্ষোভে বসে এবং ছয় জনের প্রতিনিধি দল জেলার আরটিও শিবাশিষ সরকারকে তারা স্মারকলিপি জমা দেন। ডেপুটেশন শেষে টুকটুক চালকের পক্ষ থেকে জানানো হয় তাদের টুকটুক চালকদের টুকটুকের রেজিস্ট্রেশন দ্রুত করতে হবে। তবে রেজিস্ট্রেশন খরচ কিছুটা কমানোর দ্বারা দাবি জানিয়েছেন। পাশাপাশি আর টি ও অফিসার শিবাশিষ সরকার জানান, টুকটুক চালকদেরকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব তারা তাদের গাড়ির সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করুক।