ট্রেনের টিকিটে জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ডালখোলা আরপিএফ। বৃহস্পতিবার করণদিঘি থানার সাবধান এলাকা থেকে মহম্মদ নুরজামাল (২৭) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। রেল পুলিশ তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল এবং পাঁচটি ট্রেনের টিকিট বাজেয়াপ্ত করেছে।
সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত যুবক বেশ কয়েক মাস ধরে ভুয়ো আইডি ব্যবহার করে জাল ট্রেনের টিকিট তৈরি করে বিক্রি করছিল। মুম্বাইয়ের সাইবার সেল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এরপর রেল পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডালখোলা আরপিএফের আইসি অমৃত বর্মন। তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।