টাউন সভাপতি নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ গোটা জেলাজুড়ে চলছে অবস্থান-বিক্ষোভ নাড়ুগোপাল মুখার্জী জানান যেভাবে কেন্দ্র সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে জ্বালানি সবকিছু মূল্য বৃদ্ধি করছে এবং এই করোনা আবহাওয়া অনেকেই কাজ হারিয়েছে ফলে মানুষের পক্ষে এই মূল্যবৃদ্ধি খুবই কষ্টকর তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে কেন্দ্র সরকার যেভাবে মূল্যবৃদ্ধি করে চলেছে দেশ এগিয়ে যাওয়ার থেকে পিছিয়ে পড়ছে তাই এই আন্দোলন চলবে।