Reported By : Binay Roy
২৪ শে জানুয়ারি, মঙ্গলবার, বহরমপুরে টুকটুক চালকদের উপর রাজ্য সরকার ও পুলিশের অনৈতিক জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিজেপির। মঙ্গলবার দুপুরে বহরমপুর দক্ষিণ জেলা বিজেপির কার্যালয় থেকে বিজেপি নেতা ও কর্মীরা টোটো চালকদের নিয়ে এক প্রতিবাদ মিছিল বের করে। ওই মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার নিজেই টোটো চালিয়ে প্রতিবাদ জানান। তিনি জানিয়েছেন, বহরমপুর পৌরসভা ও আরটিও অনৈতিক ভাবে টোটো চালকদের টোটো আটকে টাকা আদায় করছে। অবিলম্বে সমস্ত টোটোকে আগের মতো রাস্তায় চলতে দিতে হবে না হলে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে।