Reported By : Binay Roy
৭ ই ফেব্রুয়ারি, মঙ্গলবার, আগামী দিন ঘরের বৌ বাচ্চাদের নিয়ে শহর অবরোধে সামিল হবে টোটো চালকরা, যদি অবিলম্বে তাদের সমস্যার সমাধান না মেলে প্রশাসনের তরফ থেকে। তাদের দাবি- অযথা তাদের গাড়ি আটকে হাজার হাজার টোটো চালককে সমস্যায় ফেলছে প্রশাসন। পুরোনো গাড়ির লোন যেখানে পরিশোধ হয়নি এখনও, সেখানে এই মুহুর্তে বিপুল পরিমাণ টাকা দিয়ে নতুন গাড়ি কেনা কখনোই সম্ভব হবে না তাদের দ্বারা। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারির পর এককথায় অনাহারে দিন যাপন করতে হচ্ছে তাদের। টোটো চালকদের উপর এই নিষেধাজ্ঞা অবিলম্বে না তোলা হলে আগামীতে পরিবার সদস্যদের নিয়ে শহর অবরোধে সামিল হতে বাধ্য হবেন তারা। মূলত এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকায় একটি পথ সমাবেশে আয়োজন করা হ'ল টুকটুক চালক একতা মঞ্চের পক্ষ থেকে।