Reported By : News Desk
১১ ই ডিসেম্বর, রবিবার, টেট পরীক্ষার দিনে সকাল থেকে জেলার সদর শহর বহরমপুর সহ বিভিন্ন ব্লকে যানজটের সৃষ্টি হয়। পরীক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন, সঠিক সময়ে হয়তো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে না তারা। শুধু বহরমপুরই নয়, বেলডাঙা, নবগ্রাম, কান্দি সহ জেলার বিভিন্ন ব্লক থেকে একই সমস্যার খবর পাওয়া যাচ্ছে সকাল থেকে। আজকের দিনে এই সমস্যার পেছনে জেলা প্রশাসনের রীতিমতো গাফিলতি রয়েছে এমনই অভিযোগ উঠছে পরীক্ষার্থীদের তরফ থেকে।