Reported By : Masud Rana
৯ ই ডিসেম্বর, শুক্রবার, টোটো ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুজন। আহতরা হলেন ছলিমুদ্দিন মন্ডল এবং রাজিবুল ইসলাম। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মধুপুর এলাকায়। ঘটনার পর দুজনেই উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল মহকুমা হাসপাতালে। জানাযায়, বৃন্দাবনপুর থেকে মধুপুর এলাকায় সাইকেলে চেপে আসছিল ছলিমুদ্দিন। অপরদিক মধুপুর থেকে টোটোতে যাচ্ছিল কালিতলা এলাকার দিকে। সেই সময় পরষ্পর পরষ্পরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর সাইকেল থেকে ছিটকে রাস্তার উপরেই পড়ে যায় ছলিমুদ্দিন মন্ডল। সেই সাইকেল ছুটে গিয়ে রাস্তার ধারের এক যুবক ও জখম হয়। তাদের দুজনকেই উদ্ধ্র করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে যুবক রাজিবুল কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আহত ছলিমুদ্দিন মন্ডলের শারিরিক অবসথার অবনতি হওয়ায় পাঠানো হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।