Reported By:- MASDU RANA
রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ডোমকল থানার গাবতলা মোড় এলাকায় অবরোধ শুরু করেন অটো চালকেরা। কিছুক্ষন চলতে না চলতেই, সেই ধর্মঘট তুলে দেই ডোমকল পুলিশ।
জানাযায়, ডোমকল বাস ষ্ট্যান্ড থেকে গাবতলা ভগীরথপুর ভায়া শীবনগর রুটে চলে ১০ থেকে ১৫ টি অটোভ্যান। বাস ষ্ট্যান্ড থেকে অটো ছাড়ার আগেই মুহূর্তে টোটোওয়ালারা দু একজন যাত্রী নিয়েই রওনা দেই, ওই একই রাস্তায়। আর সেই কারণেই যাত্রী পাচ্ছেনা না অটো চালকরা। মূলত এই কারনে টোটো চালকদের উপর অতিষ্ঠ হয়ে ডোমকলের গাবতলা মোড় এলাকায় অটো ধর্মঘট করেন অটো চালকেরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল ট্রাফিক পুলিশ। পুলিশ এসে ধর্মঘট তুলে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।