শান্তিনিকেতনের কঙ্কালীতলা এলাকায় ট্যুরিস্ট বাসের সঙ্গে মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে আহত লরির চালক।আজ সাতসকালে ঘটনাটি ঘটেছে কঙ্কালীতলা পঞ্চায়েত এলাকার বাঁকাজোল বাসস্ট্যান্ডের কাছে। বোলপুর থেকে লাভপুর যাওয়ার রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে এবং যার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে গাড়িদুটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে ও আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় ও ঐ রাস্তায় যান চলাচল শুরু হয়।
