ট্রাফিক ওসির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন দুবরাজপুরে – G Tv { Go Fast Go Together)
ট্রাফিক ওসির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন দুবরাজপুরে

ট্রাফিক ওসির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন দুবরাজপুরে

 

রাখী বন্ধন ভারতের একটি জনপ্রিয় উৎসব। এই উৎসব হলো ভাই ও বোনের উৎসব। রাখী বন্ধনের দিন দাদা বা ভাইয়ের হাতে দিদি বা বোনেরা রাখী পরিয়ে দেয়। ভারতবর্ষে এই উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। এজন্য অনেক সময় রাখী বন্ধন উৎসবকে রাখী পূর্ণিমাও বলা হয়। উল্লেখ্য, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন। আজ বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এবং ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত সিকদারের উদ্যোগে দুবরাজপুরের থানা সংলগ্ন, কামারশাল মোড় এবং সাতকেন্দুরী মোড়ে বিভিন্ন গাড়ির চালকদের দাঁড় করিয়ে রাখি পরানো হয় এবং রাখি বন্ধন উৎসব পালন করা হয়। প্রথমে তিনি দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের হাতে রাখি পরিয়ে আজকে রাখি বন্ধন উৎসবের সূচনা করেন। পাশাপাশি এদিন তিনি মনু খান নামে এক ব্যক্তিকে যিনি দীর্ঘ 38 বছর ধরে বিনা বেতনে কাজ করে আসছেন তাঁকে নিজ উদ্যোগে আজকে ৫০০ টাকা আর্থিক অনুদান এবং একটি ট্রফি তুলে দেন। এদিন মোট ৩ হাজার ব্যক্তিকে রাখি পরান এবং চকলেট তুলে দেন।

Leave a Reply

Translate »
Call Now Button