ডিওয়াইএফআই -র মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার একটি যুব কর্মিসভা অনুষ্ঠিত হলো। বহরমপুর শহরের রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সহ জেলার কর্মীরা। মীনাক্ষী মুখার্জি জানান, সারা রাজ্যের সঙ্গে প্রতি জেলায় এই কর্মিসভা হচ্ছে। এটি দলের পক্ষ থেকে ধারাবাহিক ভাবেই করা হয়ে থাকে। কোন পৃথক বা বিচ্ছিন্ন বিষয় নয়। সভায় সব ধরনের আলোচনা করা হয়। আমাদের লড়াইয়ের নতুন দিশা ঠিক করা হয় এবং কর্মীদের কথাও শোনা হয়। তিনি শামসেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন নিয়ে আরও বললেন ভাঙ্গন রোধ করতে হলে পরিবেশকে বাঁচাতে হবে, বহরমপুর শহর সহ মুর্শিদাবাদের বিভিন্ন শহরে পুকুর বোজাই করা হচ্ছে যে পরিমাণে ও গাছ কাটা হচ্ছে তাতে সম্পূর্ণরূপে সাঁই থাকছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তারই ফলস্বর ূপ এই গঙ্গা ভাঙন দেখা দিচ্ছে এখানে এটা রোধ করা সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের দায়িত্ব এখানে dy fi এর হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। এছাড়াও তিনি ভারতবর্ষের কর্মসংস্থান নিয়ে বললেন ভারতবর্ষের যদি কাজের জায়গায় সচল করতে হয় তাহলে প্রায় ৭৮ শতাংশ কাজের জায়গা কৃষি ক্ষেত্রে নিয়োগ করতে হবে। এবং তিনি বললেন এটা সম্পূর্ণরূপে কোন রাজনৈতিক কথা নয় এটা আর্থিক দিক থেকে সমীক্ষার রিপোর্ট অনুসারে কথাগুলি হচ্ছে শুধুমাত্র এটা গোটা দেশের নয়, এটা গোটা পৃথিবীর রিপোর্ট অনুসারে কাজ না করে সরকার যে পরিমাণে ঘরোয়া টোটকার মতো কাজগুলি ইনভেস্ট করছে ভুল জায়গায়। এগুলির পার্মানেন্ট সমাধানের জন্য তিনি সরকারের কাছে আবেদন জানালেন।