Skip to content
ডাক্তার ও ছাত্রীর হত্যা: সোদপুরে গণ অবস্থান কর্মসূচি

ডাক্তার ও ছাত্রীর হত্যা: সোদপুরে গণ অবস্থান কর্মসূচি

Reported By:- News Desk

সম্প্রতি কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এক ডাক্তার এবং ছাত্রীর ভয়াবহ হত্যা এবং ধর্ষণের ঘটনাটি গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে পানিহাটির বাসিন্দা, বিশেষ করে এস এফ আই, ডি ওয়াই এফ আই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটি তিন দিনব্যাপী গণ অবস্থানের কর্মসূচি শুরু করেছে। সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি সোডপুর স্টেশন রোড হয়ে মধ্যমগ্রাম রোডে পৌঁছে। আন্দোলনকারীরা নারীর নিরাপত্তা, ন্যায়বিচার এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের অংশগ্রহণকারীরা জানান, তারা এই ধরনের বর্বরতা আর সহ্য করবেন না এবং সরকারের কাছে তাদের দাবি জানাবেন। এই ঘটনার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ চলমান রয়েছে, এমনকি আন্তর্জাতিক স্তরেও এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে। বক্তারা জানান, নারীরা আজকের সমাজে সম্পূর্ণ অসমতাবোধ করছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে এই ধরনের আন্দোলন অব্যাহত থাকবে। এই গণ অবস্থান কর্মসূচিতে যোগদানকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, "এটি শুধুমাত্র একটি ঘটনা নয়, আমাদের সমাজের প্রতি একটি বিপদ সংকেত।”

Leave a Reply

error: Content is protected !!