ডক্টরেট উপাধি পেলেন বহরমপুরের বিশিষ্ট সমাজসেবী মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদ

ডক্টরেট উপাধি পেলেন বহরমপুরের বিশিষ্ট সমাজসেবী মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদ

Reported by :-Binoy Roy

মুর্শিদাবাদ জেলা তথা বহরমপুরের বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদ সম্মানিত হলেন doctor of philosophy উপাধিতে । বহরমপুরের বাসিন্দা মোহনলাল রশিদ doctor of philosophy উপাধি পাওয়ার পর খুশির হাওয়া মুর্শিদাবাদ জেলা তথা শহর বহরমপুর জুড়ে। জানা যাচ্ছে, তিনি মূলত সমাজ সেবার জন্য এই উপাধি পান রবিবার । উক্ত অনুষ্ঠানটি দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর উর্ধমুখী সংক্রমণের কারণে গাজিয়াবাদের the monarch indirapuram habitat centre এ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ ভাবে উল্ল্যেখ, করোনার প্রকোপে সর্বত্র যখন লকডাউন শুরু হয়, সেই সময় তিনি নিঃস্বার্থ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায় মানুষদের দিকে। দিনের পর দিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রোগীর পরিজনদের কাছে পৌঁছে দেন খাদ্য । এছাড়াও প্রত্যেক সপ্তাহের শুক্রবার করে বহরমপুরে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তারই নির্দেশে । শুধু তাই নয়, অসুস্থ দের কাছে খাদ্য সহ প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন ভূমিকা পালন করতে দেখা গেছে তাঁকে। কাজেই এই বিশেষ উপাধি অর্জন করে শুধু বহরমপুরই নয়, তিনি গর্বিত করেছেন সমগ্র জেলাবাসীকে ।

Leave a Reply

error: Content is protected !!