ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের কলেজ ছাত্র সোহেল রানার, তরতাজা যুবকের মৃত্যুতে শোকাচ্ছন্ন এলাকা
জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির তিনদিনের মাথায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো কলেজ পড়ুয়া এক ছাত্রের। তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে। মৃত ওই ছাত্রের নাম সোহেল রানা (১৯)। সে সুতির
অরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষে পড়াশুনা করতো। মঙ্গলবার রাতে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কলেজ ছাত্রের। সোহেল রানার মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। কলেজ ছাত্রের মৃত্যুর পাশাপাশি এলাকায় আরো ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই এলাকায় স্প্রে করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন সোহেল রানা নামে ওই কলেজ ছাত্র। তারপর কয়েকদিন আগেই একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করান। সেখানেই ডেঙ্গু ধরা পড়ে তার। তড়িঘড়ি তাকে সুতির মহেশাইল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরের দিকে শরীরের উন্নতি হলেও তারপরেই আবার শরীর অবনতি হওয়ায় তাকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উমরপুর তালাই মোড় সংলগ্ন বেসরকারি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দশটা নাগাদ মৃত্যু হয় সোহেল রানা নামে ওই কলেজ ছাত্রের। মাত্র ১৯ বছর বয়সে গ্রামের তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মধ্য চাচন্ড গ্রামে। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর। এলাকা পরিদর্শনে যাওয়ার পাশাপাশি ডেঙ্গু নিরসনে যাবতীয় পদক্ষেপ শুরু করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। করা হচ্ছে সাধারণ মানুষকে সচেতনতাও।