গভীর রাত্রে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে হাতাহাতি ডোমকলে। এবার ডোমকল টাউনে এসডিও অফিসের গেটের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি। তারপরেই ব্যাপক উত্তেজনা ছড়াই গোটা এলাকায়। জানাগেছে, রাত 11 টা নাগাদ রাস্তা দিয়ে তৃণমূল প্রাক্তন কাউন্সিলর মিরাজুল শেখ যাচ্ছিল, সেই সময় তার ওয়ার্ডেরই কিছু তৃণমূল সমর্থকদের সঙ্গে দেখা হয়, সেখানেই কথা উঠে গত লোকসভা ভোটের, লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে ১১ নম্বর ওয়ার্ডে, সেই কথা তুলেই দ্বন্দ্ব। তারপরেই হাতাহাতি, চরম উত্তেজনা ছাড়াই ওই রাতেই, ঘটনাস্থানে পৌঁছাই ডোমকল থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তৃণমূলেরই এক গোষ্ঠীর দাবি, প্রাক্তন ভাইস চেয়ারম্যান অর্থাৎ ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আলম খানের সঙ্গে চলাফেরা করার জন্যই মেজাজ হারাই প্রাক্তন কাউন্সিলর মেরাজুল শেখ, আর তারপরেই চড়াও হয় তাদের উপর। যদিও মেরাজুল শেখের পাল্টা দাবি ভোটের আগে জোট করে এখন তৃণমূল সাজচ্ছে। যদিও এই ঘটনায় মুখ খুলতে নারাজ প্রাক্তন ভাই চেয়ারম্যান আলম খান। তবে গভীর রাত্রে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছাড়াই গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থানে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং একজনকে আটক করে।