ডিজিটাল ডেস্ক,কলকাতা : কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির  শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়ে গেল তার ৪২তম মৃত্যুবার্ষিকীতে।

ডিজিটাল ডেস্ক,কলকাতা : কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়ে গেল তার ৪২তম মৃত্যুবার্ষিকীতে।

Reported By:- News Disk

এই অনুষ্ঠনটি ভবানীপুরের সুরঞ্জনা স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উপস্থপনা করেছে রাজিব প্রোডাকশন।
ভারতীয় সঙ্গীত জগতের এক অনন্য কিংবদন্তী হলেন মহম্মদ রফি (MOHAMMAD RAFI)। যিনি ছিলেন ভারতের সর্বকালের সুপরিচিত এবং উল্লেখযোগ্য ভারতীয় সঙ্গীত তারকাদের মধ্যে একজন। তাঁর অনন্য স্মৃতিগুলি যুগ যুগ ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছে।
এমনকি তাঁর অমূল্য সৃষ্টিগুলি আগামী কয়েক প্রজন্মের মনে একইভাবে অটুট থাকবে। খুব কম বয়সেই প্রয়াত হয়েছেন কিংবদন্তী গায়ক রফি। মাত্র ৫৫ বছর বয়সেই মৃত্যু হয়েছে তাঁর। আজ অর্থাত্‍ ৩১ জুলাই তাঁর ৪২ তম মৃত্যুবার্ষিকী। তাঁর রেখে যাওয়া চিরসবুজ গানগুলি আজও অমর রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতে।এই পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিল রাজিব প্রোডাকশন।

Leave a Reply

error: Content is protected !!